Position Title: Branch Manager

Vacancy:
15

Job Context

স্মারক: সিপ-ডিপি/এইচআর/জব সার্কুলার-০১/২০২৫-২৬/১০৫৩, তারিখ: ২২/০৭/২০২৫)

সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা, যা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) কর্তৃক অনুমোদিত (নিবন্ধন নং-০০০১৪-০০০৫২-০০০৪৪)।১৯৮৫ সাল থেকে সিপ উন্নয়নমূলক আর্থ-সামাজিক বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে টেকসই দারিদ্র বিমোচনে এবং প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে কাজ করে আসছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় পরিচালিত ঋণ কার্যক্রমের জন্য শাখা ব্যবস্থাপক পদে যোগ্য ও অভিজ্ঞ জনবল নিয়োগ দেয়া হবে।

প্রধান দায়িত্বসমূহঃ

  • শাখা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান ও প্রশাসনিক ব্যবস্থাপনা।
  • কর্মী ব্যবস্থাপনা, নিয়োগ, পর্যবেক্ষণ ও মূল্যায়ন।
  • সঞ্চয় ও ঋণ কার্যক্রম পরিচালনা, পরিদর্শন ও তদারকি।
  • মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন।
  • কেন্দ্র ও সদস্য পরিদর্শন, রিপোর্ট প্রস্তুত ও লক্ষ্যমাত্রা অর্জনে কর্মপরিকল্পনা গ্রহণ।
  • আর্থিক ব্যবস্থাপনা ও অফিস ব্যয় নিয়ন্ত্রণ।
  • নথিপত্র, রেজিস্টার ও সফটওয়্যার ব্যবস্থাপনা।
  • এলাকার ম্যাপিং ও বিশ্লেষণ, নতুন কার্য এলাকা চিহ্নিতকরণ।
  • দুর্যোগ, শিশু অধিকার ও জেন্ডার ইস্যুতে সংবেদনশীলতা ও কার্যকর উদ্যোগ গ্রহণ।

Qualifications and Experience

  • স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি
  • পিকেএসএফ-এর সহায়তায় পরিচালিত ক্ষুদ্রঋণ কার্যক্রমে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে ২ বছরের বাস্তব
  • অভিজ্ঞতা আবশ্যক।

Employment Status

ফুল-টাইম

Additional Requirements

  • বয়স সর্বোচ্চ ৪০ বছর। তবে, অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪৪ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
  •  বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা।
  • কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপিং এবং সফটওয়্যার ব্যবহারে দক্ষতা।

Job Location

ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদী জেলা।

Salary

  • শিক্ষানবীশকাল (৬ মাস): সর্বসাকুল্যে মাসিক বেতন ৩৫,০০৯ টাকা।
  • চাকরি স্থায়ী হওয়ার পর: সর্বসাকুল্যে মাসিক বেতন ৩৭,০৫০ টাকা।
  • (মাসিক মোবাইল বিল ৮০০ টাকা, মোটরসাইকেল জ্বালানি খরচ ২,৫০০ টাকা এবং মেরামত ও রক্ষণাবেক্ষণ ভাতা ৫০০ টাকা বেতনের অন্তর্ভুক্ত)
  • অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণযোগ্য।

Compensation & Other Benefits

  • প্রতি কার্যদিবসে ৮০ টাকা খাদ্যভাতা প্রদান করা হবে, যা শিক্ষানবীশকাল থেকেই প্রযোজ্য।
  • চাকুরী স্থায়ীকরণ হলে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, বার্ষিক
  • ইনক্রিমেন্ট, পারফরম্যান্স ভিত্তিক পদোন্নতি এবং সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

Application deadline

৭ আগষ্ট, ২০২৫ ইং।

Read Before Apply

  • নির্বাচিত প্রার্থীদের ১০০/- টাকার ৬টি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিপত্র স্বাক্ষর করতে হবে এবং দুইজন
  • জামিনদার মনোনীত করতে হবে।
  • জামিনদার মনোনীত করতে হবে।
  • আবেদনপত্রের সময় নগদ ৩০,০০০ টাকা জামানত হিসেবে জমা দিতে হবে, যা চাকরি শেষে লাভসহ
  • ফেরতযোগ্য।
  • শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য ডাকা হবে।
  • নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
  • নিয়োগ বিজ্ঞপ্তিটি SEEP-এর ওয়েবসাইটেও পাওয়া যাবে:
  • www.seep.org.bd
  • সিপ কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি সংশোধন, সংযোজন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

Application Instructions

আগ্রহী প্রার্থীদেরকে নিম্নলিখিত কাগজপত্রসহ আবেদন করতে অনুরোধ করা হচ্ছে:

  • আবেদনপত্র (বরাবর, পরিচালক-মানবসম্পদ ও প্রশাসন বিভাগ)।
  • বিস্তারিত জীবনবৃত্তান্ত (ইমেইল ও মোবাইল নম্বরসহ)।
  • ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • জাতীয় পরিচয়পত্রের কপি।
  • শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত কপি।
  • অভিজ্ঞতা ও প্রশিক্ষণ সনদের কপি।
  • বৈধ ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের কাগজপত্রের ফটোকপি (যদি থাকে)।
  • আবেদনপত্রের খামে/বিষয়ে স্পষ্টভাবে “শাখা ব্যবস্থাপক পদে আবেদন” লিখতে হবে।

আবেদনপত্র জমাদানের মাধ্যম ও ঠিকানা (হার্ডকপি বা ই-মেইল বা ওয়েবসাইট-এর যেকোনো একটি মাধ্যমে

নিম্নোক্ত ঠিকানায় প্রেরণ করা যাবে):

  • সিপ, বাসা#৫, রোড#৪, ব্লক#এ, সেকশন#১১, মিরপুর, থানা-পল্লবী, ঢাকা-১২১৬।
  • seephrd.cv@gmail.com
  • ওয়েবসাইট লিংক: https://www.seep.org.bd/jobs/

প্রধান কার্যালয়:
সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ
গ্রামীণ ব্যাংক প্রশাসনিক ভবন-১ (১২ তলা), মিরপুর-২, ঢাকা-১২১৬।
ফোন: +৮৮০২ ৮০৩২২৪৩
ওয়েবসাইট: www.seep.org.bd

Apply For This Job

A valid phone number is required.