Posted 1 month ago

Vacancy

  • 15

সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ

Job Context

স্মারক: সিপ-ডিপি/এইচআর/জব সার্কুলার-১০/২০২৫-২৬/১১৯৪, তারিখ: ২৮/০৯/২০২৫)

সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপএকটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা, যা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) কর্তৃক অনুমোদিত (নিবন্ধন নং-০০০১৪-০০০৫২-০০০৪৪)। ১৯৮৫ সাল থেকে সিপ উন্নয়নমূলক আর্থ-সামাজিক বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে টেকসই দারিদ্র বিমোচনে এবং প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে কাজ করে আসছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় পরিচালিতঋণ কার্যক্রমের জন্য শাখা ব্যবস্থাপক পদে সরাসরি নির্বাচনী পরীক্ষার (Walk-in-interview) মাধ্যমে যোগ্য ও অভিজ্ঞ জনবল নিয়োগ দেওয়া হবে।

প্রধান দায়িত্বসমূহঃ

  • শাখা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান ও প্রশাসনিক ব্যবস্থাপনা।
  • কর্মী ব্যবস্থাপনা, নিয়োগ, পর্যবেক্ষণ ও মূল্যায়ন।
  • সঞ্চয় ও ঋণ কার্যক্রম পরিচালনা, পরিদর্শন ও তদারকি।
  • মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন।
  • কেন্দ্র ও সদস্য পরিদর্শন, রিপোর্ট প্রস্তুত ও লক্ষ্যমাত্রা অর্জনে কর্মপরিকল্পনা গ্রহণ।
  • আর্থিক ব্যবস্থাপনা ও অফিস ব্যয় নিয়ন্ত্রণ।
  • নথিপত্র, রেজিস্টার ও সফটওয়্যার ব্যবস্থাপনা।
  • এলাকার ম্যাপিং ও বিশ্লেষণ, নতুন কার্য এলাকা চিহ্নিতকরণ।
  • দুর্যোগ, শিশু অধিকার ও জেন্ডার ইস্যুতে সংবেদনশীলতা ও কার্যকর উদ্যোগ গ্রহণ।

Qualifications and Experience

  • স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি
  • পিকেএসএফ-এর সহায়তায় পরিচালিত ক্ষুদ্রঋণ কার্যক্রমে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা আবশ্যক।

Employment Status

ফুল-টাইম

Additional Requirements 

  • বয়স সর্বোচ্চ ৪০ বছর। তবে, অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪৪ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
  • বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা।
  • কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপিং এবং সফটওয়্যার ব্যবহারে দক্ষতা।
 

Job Location

ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদী জেলা।

Salary

  • শিক্ষানবীশকাল (৬ মাস): সর্বসাকুল্যে মাসিক বেতন ৩৫,০০৯ টাকা।
  • চাকরি স্থায়ী হওয়ার পর: সর্বসাকুল্যে মাসিক বেতন ৩৭,০৫০ টাকা।
    (মাসিক মোবাইল বিল ৮০০ টাকা, মোটরসাইকেল জ্বালানি খরচ ২,৫০০ টাকা এবং মেরামত ও রক্ষণাবেক্ষণ ভাতা ৫০০ টাকা বেতনের অন্তর্ভূক্ত)
  • অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণযোগ্য।

Compensation & Other Benefits

  • প্রতি কার্যদিবসে ৮০ টাকা খাদ্যভাতা প্রদান করা হবে, যা শিক্ষানবীশকাল থেকেই প্রযোজ্য।
  • চাকুরী স্থায়ীকরণ হলে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, পারফরম্যান্স ভিত্তিক পদোন্নতি এবং সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

Application deadline

          ১৭ অক্টোবর, ২০২৫ ইং।

 
Read Before Apply
 
  • নির্বাচিত প্রার্থীদের ১০০/- টাকার ৬ (ছয়) টি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিপত্র স্বাক্ষর করতে হবে এবং ২ (দুই) জন জামিনদার মনোনীত করতে হবে।
  • যোগদানের সময় নগদ ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জামানত হিসেবে জমা প্রদান করতে হবে। উক্ত জামানত চাকরি শেষে লাভসহ ফেরতযোগ্য।
  • শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীরাই নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন।
  • নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
  • নিয়োগ বিজ্ঞপ্তিটি SEEP-এর ওয়েবসাইটেও পাওয়া যাবে: www.seep.org.bd
  • সিপ কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি সংশোধন, সংযোজন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

Application Instructions

আগ্রহী প্রার্থীদেরকে নিম্নলিখিত কাগজপত্রের কপি সংযুক্ত করে আবেদনপত্রসহ সরাসরি নির্বাচনী পরীক্ষায় (Walk-in-Interview) অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো:

আবেদনের সাথে জমা দিতে হবে:

  • আবেদনপত্র (বরাবর, পরিচালক-মানবসম্পদ ও প্রশাসন বিভাগ) ।
  • বিস্তারিত জীবনবৃত্তান্ত (ইমেইল ও মোবাইল নম্বরসহ) ।
  • ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • জাতীয় পরিচয়পত্রের কপি।
  • শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত কপি।
  • অভিজ্ঞতা ও প্রশিক্ষণ সনদের কপি।
  • বৈধ ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের কাগজপত্রের ফটোকপি (যদি থাকে) ।

ইন্টারভিউয়ের সময় মূল কাগজপত্রাদি অবশ্যই প্রদর্শন করতে হবে।

সরাসরি আবেদনপত্র জমাদান ও নির্বাচনী পরীক্ষার (Walk-in-Interview) স্থান:

সোশ্যাল এন্ড ইকোনমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ,
বাসা নং-৫ (৩য় তলা), রোড নং-৪, ব্লক-এ, সেকশন-১১, মিরপুর, থানা-পল্লবী, ঢাকা-১২১৬।

(মিরপুর-১১ নং বাস স্ট্যান্ডের ব্র্যাক ব্যাংক থেকে ৩টি বিল্ডিং পরেই অবস্থান)

নির্বাচনী পরীক্ষার তারিখ, দিন ও সময়:
১৭ অক্টোবর ২০২৫ খ্রি., শুক্রবার, সকাল ৯:৩০ টা।

প্রধান কার্যালয়ের ঠিকানা:

সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ

গ্রামীণ ব্যাংক প্রশাসনিক ভবন-১ (১২ তলা), মিরপুর-২, ঢাকা-১২১৬। ফোন: +৮৮০২ ৮০৩২২৪৩
ওয়েবসাইট: www.seep.org.bd

Apply For This Job

A valid phone number is required.